চোখ দুটোরই বা কি দোষ বল !
সাগরের অসীম দেখতে দেখতে
বেলাভূমে চোখ ফিরিয়ে
আদিখ্যেতার সোপান বেয়ে
আবেগ আর ত্বক বেঁচে ফেরেনি ঘরে ।

রাজপথের লাল পীচ দেখতে দেখতে
একসময়ে অনাহারে ষ্ট্রিটলাইট নিভিয়ে
আরেকবার বিকেলে লজ্জার মাথা খেয়ে
নিখোঁজ হয় বার বার অচেনাদের ভিড়ে ।

চোখ দুটোরই বা কি দোষ বল !
এদেশের মানচিত্রে দূরবীক্ষণ লাগিয়ে
মহাভারত রামায়নের সীমানা পেরিয়ে
বেদ পুরাণের বর্ডার খোঁজে খোঁজে
সম্ভ্রমের জলাঞ্জলি হয় তারকাটার ওপারে ।