যে যায় যাবে যাক না, যেতে দাও তাকে
কে কবে কোথায় কাকে, রেখেছে আটকে!
আকাশের মেঘগুলো, দিশাহীন ভাসে
ফুলে গন্ধ এলোমেলো, প্রজাপতি হাসে।
বৃষ্টিদের সীমারেখা, শীত গ্রীষ্ম সবে
মরানদী খরস্রোতা, অকাল প্রসবে।
মা পাখিটার ডিমে তা', আবার সাবাড়
লক্ষীটার বিয়েথা, হয়নি দুবার।