মান ভাঙানো, কাছে পাওয়া
মন ভুলানো, খুশী রাখা
ইত্যাদি যতটা কঠিন,
কবিতা লেখা অত কঠিন নয়।
কবিতা লিখব বলে
খাতা কলম হাতে নিলে
অমনি চলে আসে মাথায় ;
ছন্দে গাঁথা কথামালা -
অনেক ভালো সরল সোজা।
ওদের নেই চাওয়া পাওয়া
লেনদেন নাওয়া -খাওয়া,
মান-অভিমান অযথা ।
আমায় নিয়ে ঘর করে
সুখে দুঃখে এক সাথে
নিঃসঙ্গ নির্বিবাদে, যথা -
বর্ষা এলে খিলখিলিয়ে
হাসে খেলে তালে তালে,
বসন্তে কুঞ্জে কুঞ্জে
ঘুরে বেড়ায় ফুলে ফুলে,
শরতের শারদ প্রাতে
নদী তীরে কাশ দোলে,
হেমন্তের কিষান মাঠে
জমি চষে লাঙলে,
শীতের চাঁদর গায়ে দিয়ে
পিঠেপুলি খায় গিলে,
গ্রীষ্মের ছুটি কাটায়
পাড়াগাঁয়ে খালে-বিলে।
বরঞ্চ তোমায় নিয়ে
বেঁচে থাকা মুস্কিলের,
যখন তখন বায়না গয়না
অত্যাচার অবিচার,
দেনা পাওনা, অজস্র যন্ত্রণা।
চাঁদের কলঙ্ক নিয়ে আলোচনা
আমার বিষয় না, সাধ্যেরও না,
অমানিশা পূর্ণিমা চলছে চলুক না
জোয়ার ভাটা'র সব জলেরই
স্বাদ কিন্তু নোনতা