গঙ্গা দিয়ে বয় যেমন গ্যালন গ্যালন জল
তেমনিতো'রে তোর বুকেও বইছে অনর্গল,
লক্ষ কোটির সভ্যতা সিন্ধু মহেঞ্জোদারো
অথৈ গহবর প্রশাখার সরোবর শত -হাজারো,
তোর বুকে আজ ঘুমিয়ে আছে পাঁঁচ পাঁচটি তাজা প্রান
রক্তে মিশে আছে ওদের বিভেদে পুড়া বুলেটের ঘ্রাণ,
রক্ত ওদের লাল তেমনি শক্ত ওদের চোয়াল
বক্ষে ক্ষত একাত্তরের হানাদারদের তরোয়াল,
জন্মভূমি দেয়নি ঠাই জাতের দোহাই দিয়ে
জন্মাবধি নেয়নি ঠাই জাত্যাভিমান নিয়ে,
আজকে ওরা ত্রস্ত ব্যাস্ত চলছে অস্তিত্বের লড়াই
একদিকে তারকাটা অন্যদিকে পাহাড়ের বড়াই।
নদ'রে তুই নদী হয়ে এবার আবার বয়ে চল
নাচুক প্রাণ হাসুক প্রাণ ঐক্যের গানে ছলছল।
চাইনা কোন বাংলা আর স্বাধীনতার আন্দোলন
বাঙালির বাঙালিয়ানা বেঁচে থাকুক চিরন্তন।
বাংলা আছে মাথা তুলে ৫২'র ভাষা আন্দোলন
আত্মবলিদানে শ্রেষ্ঠ অজুত নিজুত উদাহরণ,
কবিগুরু, নজরুল, বিদ্যাসাগর, মধুসুধন
আরো কত লক্ষ লক্ষ সার্থক জীবন বিসর্জন,
গঙ্গার অববাহিকার প্রাণের উচ্ছ্বাস ইতিহাস
ব্রহ্মপুত্রের বুকে রচিতে হবে ভাতৃত্ব বিশ্বাস ।