নদী দেখলেই মায়ের কথা মনে পরে
চোখে ভাসে স্তন যুগল।
কত লাশ ভাসে, কত হাঁস ভাসে
নোংরাদের আঁতুড় ঘর।
অববাহিকার মতো দামাল কৈশোর
যৌবনের রোমান্টিক চড়াই উৎরাই।
অনাকাঙ্ক্ষিত চড়ে লাস্যময়ীর ডেরা
কি যেন নাম! ল্যাবনী।
অনেকেরই গোপন ডেষ্টিনেশান
শুধু আমারই নো এন্ট্রি।