কেউ রোজ রোজ খায়, কেউ খায় একদিন
কেউ বার দেখে খায়, কেউ তিথি লগ্নাধীন,
সোমবারে শিবপূজা, মঙ্গলে বজরং বলী
শনিতে শনিপূজা, গুরু বার বৃহষ্পতি ,
শুক্রবারে সৎসঙ্গী, জন্মে ঠাকুর অনুকূল
কেউ পুরো কার্ত্তিক মাস নিয়মে শোরগোল ।
সৃষ্টি স্থিতি কৃষ্টি কৃতি আহাড়ে বিধি নিষেধ
আমিষ নিরামিষে চলে খাবারের বিভেদ,
বেদ কুরআন বাইবেল তথা গীতা ত্রিপিটক
আহাড় প্রকার বর্ণিত, সংযম স্বাস্থ্যবৎ ।
শ্রেনী বিভাজনে কিছু পরিচিতি বঞ্চিত
আমিষ-নিরামিষ কিছু, কিছু উভয় স্থিত ।