এবার ভাবছি একটা নিলামের আসর করেই ফেলব
সেই কবে থেকে ভাঙ্গাচুরাগুলো জমে জমে পাহাড়
গত পূজোয় একটা খাম এসেছিল ডাকে, খোলা হয়নি
নব বর্ষের আগেও ইনবক্সে যেতে পারিনি...
গতকাল থেকে সব ব্লক্ ড ।
আবেগ অনুভূতির এক একটা বাক্স অগোছালো অনাদরে
স্মৃতিগুলো অবশ্য সাজানো থরে থরে ;
কেউ কিনবে তো !
রাগ অনুরাগ অভিমান অহঙ্কার' সবগুলোতে ছত্রাকের ছড়াছড়ি
কোন দাম না নিলেও, কেউ এগিয়ে আসবে তো !
এজন্যেই পারি না, এত দ্বিধাগ্রস্থতায় কি বিষর্জন দেয়া যায় !