নিছক কিছু হালকা কথার ফুলকো মালা গাঁথি
সানাই বাজে বিয়ে বাড়িতে নীরব পরের রাতি।
শুরু থেকেই কিশোর বন্ধুর পাঞ্জাবী পাই হাতে
গাড়ি বরাদ্ধ করে দিলেন বিশ্বজিৎ'দা রাতে ।
মালদা থেকে আম আনলেন মুকুল বাবুর স্ত্রী
আমসত্ত্ব আর ব্যাগ দিলেন শ্যামল কুন্ডু কবি ।
মিলি'দি ঢাকা থেকে আনলো শখের পাঞ্জাবী
সুখেন্দু দিলেন ক্রেস্ট শাসমলের চোখ মায়াবী ।
কেউবা দিলেন অনেক বই কেউ দামী কলম
কেউ চকোলেট-চা অথবা খাবার হরেক রকম ।
মিলি'দি আরো দিলেন ক্যালেন্ডার নোট বুক
রুনা দি দিলেন সিক্ত চোখ আভা'দি মনের সুখ ।
সমীর'দা সঙ্গ দিলেন যথার্থ চিত্ত'দা উপদেশ
অসিত'দা সুর-কন্ঠ দিলেন খ্যাতি দেশ বিদেশ ।
রূপক'দা নিজ ভাব গাম্ভীর্যে রেখে গেল ছাপ
সৌমেন'দা দিলেন শিক্ষা কিছু, কিছু অনুতাপ ।
সর্বোপরি সব কবি'রা মিলে দিলেন উপহার
দামী সুন্দর ওয়াল ঘড়ি ও কলমের বাহার ।


(বাংলা কবিতা কবি সম্মিলনের রেশ কাটিয়ে উঠতে পারছি না,
মনের কোণে বারে বারে এই কদিনের স্মৃতি, ভালোবাসা ভেসে ভেসে উঠে, আগামী কিছুদিন কলম হাতে নিলেই যে এই স্মৃতি ভাসবে তা বুজতে পারছি, তাই যখন যা মনে আসে সেগুলোকে সংরক্ষণ করে রাখবো বলেই এখানে লিখে দিলাম । প্রত্যেকজন ক বির অফুরন্ত ভালোবাসায় আমি এতটাই আপ্লুত যে, মনের কথাও গুছিয়ে বলতে পারছি না, নিশ্চয়ই চেষ্টা থাকবে আরো কিছু লেখার)