নেই দুনিয়ায় আছি বেশ
নেই তো কিছুই নেই শেষ,
নেই ভাল আর নেই ক্লেশ
নেই নেই করে চলে দেশ ।
পথ আছে পথ চারী নেই
রাস্তা আছে রথ গাড়ি নেই,
আকাশ আছে জাহাজ নেই
জলপথে জল,নৌকা নেই ।
ময়দান আছে খেলা নেই
কারখানায় গড়ন নেই
অফিস আছে কর্মীক নেই ,
উদ্যান আছে মানুষ নেই ।
বাতাস আছে দূষণ নেই,
ইস্কুল আছে পাঠন নেই
দোকান আছে খরিদ নেই
বাজার আছে জটলা নেই ।
জিরাত আছে ফসল নেই,
জেলার আছে কয়েদি নেই
আচার আছে আইন নেই
মরণ আছে জনম নেই ।
পিরিত আছে আবেগ নেই,
ভাব’ত আছে স্বভাব নেই
সমাজ আছে স্বজাত নেই
বেজাত আছে বিভেদ নেই ।
মন্দির আছে ঈশ্বর নেই
বিশ্বাস আছে আশ্বাস নেই,
নেই নেই নেই কিচ্ছু নেই
অসুখ আছে অসুধ নেই ।
এবার চলো আছে’র দেশ
অনেক কিছুর আছে রেশ,
আমার দেশ আছে’র দেশ
আমরা আছি অনেক বেশ ।
শাসন আছে, আছে শোষণ
শুধুই পুলিশ, ই-প্রশাসন,
সহায়তার মিথ্যা স্ফুরণ
বঞ্চিতদের বৃথা রোদন ।
সত্য মিথ্যার বিস্ফোরণ
মৃত্যুর ভয় অনুরণন ,
সাবধানী সতর্ক সুজন
অসাবধান বৈরী কুজন ।