নারী তুমি বাড়ি থাকো আমি ঘুরে আসি
সাত সমূদ্র পাড়ি দেবো হাওয়াই গাড়ি বসি,
নারী তুমি ভাত রাঁধো চানটা সেরে আসি
পঞ্চব্যঞ্জন পাত পিড়ি দেবে মুখে রেখে হাসি,
নারী তুমি সেজে থাকো আলতা লিপস্টিক মাখি
ক্লান্ত দেহ শান্ত করবে তোমার কাজল কাজল আঁখি,
নারী তুমি ধন্য করো আমার বন্য শরীর খানি
সন্তান স্নেহে যাও বহে যেমন নদী বহে পানি,
নারী তুমি ছাড়ি যৌবন কাড়ি নিজের সুখ চাহনি
স্বামী সন্তান পরিচর্যা কর সংসারের মঙ্গল জানি ।
নারী তুমি হারিয়ে যাও যখন বিবর্ণ তোমার রূপ
আক্ষেপ নেই আছে হাজার নারী অর্থ মোহে নিশ্চুপ ।
নারী তুমি ফসল ফলাও ঘরে তোল শস্য
নারী তুমি প্রসব করো, অপবিত্র অষ্পৃশ্য,
নারী তুমি হেলা ফেলা ভোগের বস্তু সুদৃশ্য
নারী তুমি যুগের দাসী কলঙ্কিনী ঘোর রহস্য,
নারী তুমি প্রয়োজনে বিনাশিনী দেবী নমস্য
নারী তুমি আয়োজনে বিলাসিনী রূপে লাস্য ।
..........কবিতাটি চলবে ।