এক যে ছিল নদী,
শৈশব থেকে কৈশোর , যৌবন থেকে বৃদ্ধত্ব ,
বয়ে গেছে গ্রাম-শহর , বিল-ঝিলের দুরত্ব,
সয়ে গেছে অত্যাচার , অ-সভ্যতার অস্তিত্ব ,
স্রোতাম্বিনীর ধারায় , আবর্জনা কত-শত,
বইছে নিরবধি ।
কোকিল বসন্তে যদি (ও),
যৌবনী লালিত্য রূপে, কুহু কুহু গায় ঝোপে ,
শিয়ালী প্রহর মেপে , চেষ্টা করে তেষ্টা চেপে,
নীরব নিত্য আক্ষেপে, লাশ গুনে বুকে লেপে
গম্য সাগর সমীপে , মোহনারে দেয় সপে ,
মৃত্যু- শহীদ বেদী ।
সাগরে মিলে নদী,
জলে জল জলাকার , বৃষ্টি সৃষ্টির বাহার,
মেঘে মেঘে নিরাকার, বর্ষে ভেজায় পাহাড়,
গতিপথ অবিকার , অস্থির ধারা আবার,
সুখ দুঃখ একাকার , যুদ্ধ-শান্তি-অবিচার,
মৃত্যুহীন জিন্দিগী ।