মনের খোরাক জোগান দিতে
জ্যোতিষ ব্যাটার কথা শোনে
সাত সাতটি পাথর কিনলাম
দেহের শোভা বাড়াতে ।
গ্রহের খরা আদৌও কাটবে কিনা
নেই জানা নেই তন্ত্র খানা
তবে জানি দেহের দাম
বেড়েছে বেশ পাড়াতে ।
মনের খোরাক জোগান দিতে
তাল বেঁচে চাল আনতে গিয়ে
দেখে এলাম নাইট শো'টা
বিড়াল ঘুমায় চুলাতে ।
মনের জ্বালায় অস্থির হয়ে
যা মনে চায় তাই করি
অসুধ বেঁচে অসুখ আনি
দুধ বেঁচে মদ খাওয়াতে ।
মনের খোরাক জোগান দিতে
স্ত্রীধন ভুলে যাই পরের ঘরে
পরকীয়ায় শান্তি খুঁজে
অশান্তি ঘরের দাওয়া'তে ।
দেহের খোরাক মিটেই যায়
কোন না কোন ভাব-ভঙ্গিতে
মনের খোরাক মেটানো ভার
হাজার অশুভ পন্থা তে ।
তাই বলি ভাই মনের খোরাক
জোগান দিও বুজে সুজে,
মিছে মরীচিকার পিছে
দৌড়িওনা উচ্ছ্বাসে ।