দুজনেই রাত জেগে থাকি,
তোমার চোখে আকাশের তারা
আমার উপলব্ধিতে আঁধার,
তোমার হৃদয় খোঁজে উদারতা
আমার ___ ধ্রুবতারা ।

দুজনেই ভালোবাসি,
তোমার বুকে এক সাগর আশা
আমার বিজন বনে শূণ্যতা,
তোমার চোখে আলোর দিশা
আমার____হিংস্রতা ।

দুজনেই প্রকৃতি,
দুজনের দৃষ্টিতেই আঁকা
যুগ যুগান্তরের কবিতা ,
এই ভালোবাসার শেষ বুজি
কোন এক মোহনা
যেখানে একাকার সমস্ত পৃথিবীর বৈষম্যতা ।

এসো, রাতকে আঁকড়ে ধরি
এক বুক আঁধার নিয়ে মিশে যাই
তারাদের দেশে, নিরুদ্দেশে ।
হাস্নাহেনার গন্ধ আবার
লিখবে আঁধার রাতের কথা
শিশির মাখা সোনালী ভোরে ।


"অভিযাত্রিক-২০২৪"