জাহ্নবী, শোনতে পেয়েছো কি
আমার এই ভয়েস রেকর্ডিং !
পৃথিবীটা ছিল মধুর -বড়ই রঙিন ।
আজকাল ফিকে হয়ে গেছে সব
যা কিছু উৎসাহের আনন্দ উৎসব,
প্রতিশোধের আগুনটা বেড়ে গেছে বড্ড
চারিদিকে হানাহানি বিধঘুটে নীরব ।
প্রেমটা হয়ে গেছে খেয়ালী বৈভব
শরীরের মাখামাখি অশ্লীল তাণ্ডব,
তবুও ভালোবাসা বেঁচে আছে রিক্ত
তিক্ততা অসঙ্গতি অপলাপে আজব ।
জাহ্নবী,
আমাদের ভালোবাসার নীরব অস্তিত্বটা
হারিয়ে যায়নি কোনদিন, যাবেও না
তবুও গল্পটা লেখা হল না
রেখে গেলাম তাই শুধু শখের এই আয়না ।