লক ডাউন লক ডাউন
বন্ধ গেরাম বন্ধ টাউন,
ছন্ন হারার বন্দী জীবন
ছন্দ ছড়ার বৈরাগী মন ।
মুক্ত আকাশ মুক্ত বাতাস
তিক্ত মানুষ রিক্ত হতাশ ,
ভুক্ত গরীব সুপ্ত কিরণ
লুপ্ত দয়ার বিবাগী ধন ।
লক ডাউন লক ডাউন
বন্ধ বাজার বন্ধ উনুন
বন্দী মানুষ ফন্দি ভীষণ
সন্ধি চুরির উদ্যোগী জন ।
নেই করোনা কোয়ারেন্টাইন
তবু সবাই আইনষ্টাইন
ভয় আতঙ্ক ক্ষয় জীবন
জয় কলঙ্ক বিদুষী মন ।