চৈত্র সেইলে লাবনী
দোকান মেলেছে
হরেক রকম জিনিষ ।
বিক্রি-বাট্টা বেশ ভালোই
চলছিল বটে
পথের কাঁটা হল পুলিশ ।
প্রথম দু-দিনে আমদানী
হাজার ছাড়িয়েছে
গতকাল মায়া'র বিষ ।
রপ্তানীর কথা জানা ছিলনা
ব্যতিক্রম তবুও,
পূঁজি নয় এবার গেল ক্যাশ ।
আজকে পয়লা বৈশাখ
ধু ধু মাঠ,
পসরা নিয়ে আবার আশ্ ।
ড্রেইনের ধারে অনেক কুকুর
ঝগড়া স্ব-জাতে,
লাবনীর দোকান জমজমাট বেশ ।
নিম গাছে কাকে'রা ডাকে
রাতে শেয়াল দুরে,
লাবনীর ব্যবসা কিন্তু জম্পেশ ।