লাবনী তোকে নিয়েই হাজার কথা আমার
ক্ষেতের ফসল, গরুর বাছুর, বিড়াল ছানা
ময়রার মিষ্টি, খাতার পাতা , পাখির ডানা
নীল আকাশ, ক্যানভাস, ভার্চুয়াল ঠিকানা ।
লাবনী তুই ছড়িয়ে আছিস সর্বত্র আমার
ছেলে বেলার পাঠশালাতে কালো শ্লেট বেঞ্চিতে
পাঁচ পয়সার হজমীর প্যাকেট, লবন তালুতে
ফেরার পথে বরই তলায়, ধনে পাতার ক্ষেতে ।
লাবনীর শত রূপ স্বাধীন স্বত্তা - আমার
ভালো লাগে চির কাল জীবনের আনাচ-কানাচ
কিশোর বেলার যাপিত রাত জ্যোৎস্নার আঁচ
হুতোম পেঁচার সন্ধ্যা রাগ , ডাহুক ঘুঘুর কোলাজ ।
লাবনীর আঁচল তলে মুখ লুকায় আমার
আনুরাগে ভাবাবেগে অসহায়ত্বে অবজ্ঞায়
ক্লিষ্ট প্রেমের মোহভঙ্গে অযাচিত উৎকন্ঠায়
নিঃস্বার্থ নিরপরাধ স্নেহ প্রেম ভালবাসায় ।
লাবনী তুই বেঁচে থাক , কবিতায় আমার
নিরুপমা, নার্গিস, বনলতা,পারু'দের ভীড়ে
চির যৌবনা ডাগর নয়না মেঘনা নদীর তীরে
আমাদের সমাজে আমার খাতায় নষ্টাদের নীড়ে ।
লাবনী জিন্দাবাদ, মননে শ্লোগান আমার
ধারাপাতের সাংখ্য বিভাজ জাগতিক বিচার
নিপাত যাক অসাম্য, অনাচার ব্যভিচার
বেঁচে থাক লাবনী, বেঁচে থাকুক অধিকার ।