লাবনী তুই কেমন আছিস!
বলতো দেখি, কেমন কাটলো পূজো।
এই শরতে, শিউলির গন্ধ পেলেম
কাশবনের ছন্দ পেলেম,
আকাশলীনাও ছিলো আগের মতন ;
অসুরদলনীর আগমনী সুর
ভক্তের ভক্তির স্বর
বাজলো তো সেই চেনা ঝংকারেই।
তিথি নক্ষত্রের হিসেব গোনে
বোধন শেষে শেষ বিসর্জনে
কোথায় ছিলিস তুই!
এবারে পেলাম না যে তুর গায়ের
দামি এসেন্টের গন্ধ,
খেলাম না তো চানাচুর,
দিতেও পারলাম না কদিন আগে কেনা
তুর নখপালিশ আর বেনী বাধার আলগা চুল!
গায়ের ঝাঁজাল গন্ধ তোর
বলছে অন্য কথা,
এবার মা ছিলেন বুজি
শহরের গলিতে শহুরে হালখাতায়।
মা বুজি গ্রামের সরল নষ্টালজিয়া ভুলে
বসন্তের নিরিখ খুঁজে আলোর রোশনাইয়ে!
নিশ্চিত তোর আর ক'বছর লাগবে না আর
আলতা চুরি ;
বসন্তের কৃষ্ণচূড়া ফূটবে ডালে ডালে
কোকিল তার স্বভাব মতোই গাইবে আড়ালে।