অনেক ভেবে চিন্তে লেখাটা লিখছি। আগেও দুবার এমন হয়েছে। আমি সাধারণত অনলাইনেই লিখি।
অভ্যেস হয়ে গেছে, অনলাইন ছাড়া যেন লিখতেই পারি না। গতকাল রাত সাড়ে এগারোটার সময়ে কবিতা লিখার ইচ্ছে জাগলো, যেমন হয়ে থাকে, প্রায় দেড় ঘন্টা কসরত করে "অস্থির" নামে প্রায় ২০/২৫ লাইনের একটা কবিতা লিখলাম, দুর্ভাগ্যবশত আমি লেখাটা কপি না করেই 'কবিতা প্রকায় করুন' বটনে চাপ দিতেই লেখা গায়েব। রাত ১ টার সময়ে আমার মাথায় আকাশ ভেঙে পরলো, সারারাত না ঘুমাতে পারলাম, না আর লিখতে পারলাম। তবে খুব খুব দুঃখ পেলাম মনে।
কত রকম ভাবে যে চেষ্টা করলাম। কোন লাভ হলোনা। আপনারা কেউ কি আমার মতো এরকম
দুঃখ পেয়েছেন? অভিজ্ঞতা শেয়ার করলে খুশী হবো। যদি আর কারো না হয়, তবে এই ঘটনা আমার দুর্ভাগ্য বলেই মেনে নেবো কেননা বিগত বেশ কয়েক বছর যাবত অনিয়মিত হলেও লিখছি তাই প্রকাশ করার বিষয়ে জানিনা বা বুজিনা তাও তো বলতে পারবো না। মাননীয় এডমিন কি এ বিষয়ে আমাকে কোন সাহায্য করতে পারবেন?