কবিতার বিষয় বস্তু যদি এরকম হয়
একটি সভ্যতার সৃষ্টি স্থিতি লয়
তবে সেই গুহা মানব, সাম্যবাদ
ক্রমান্বয়ে সমাজতন্ত্র, রাজতন্ত্র
অতঃপর গণতন্ত্র অথবা পুঁজিবাদ !
এই কবিতার শেষ প্ংক্তিতে থাকবে কি
সভ্যতার ইতিহাস !
না কি, লেখা হবে প্রকৃতির নির্মম পরিহাস
বিষণ্ণ বিষাদ কালো রাত, গোলার্ধের অজুহাত,
শত শত শতাব্দীর বিস্তীর্ণ বিকাশ !
এই কবিতার স্তবকে স্তবকে অনুরঞ্জিত হবে
বিবর্জিত প্রেক্ষাপট !
কালের বিবর্তনে রূপান্তর সমাজ ব্যবস্থার
যুদ্ধাস্ত্রের বিবরণ, ধর্ম সৃষ্টির অনুরণন,
মানুষের বৈষম্য, কৃষি পণ্য, বীজ বপণ !
কোন এক পংক্তির অমীমাংসিত কিছু শব্দ তবে থাকবে
লাঞ্ছিত, পিরীত, খুন, ধর্ষণ, রক্ত, ভ্রুণ ইত্যাদি,
কিছু শব্দ ক্ষমতা , অক্ষমতা, নৃশংসতা, নগ্নতা
আর কিছু অপ-ব্যবহার, অপ-প্রচার কিংবা
সর্বাধিনায়ক, শাহেনশাহ প্রভূত ।