এই টুকুই রেখে গেলাম বন্ধু
ডালিতে দিও ঠাঁই পূজার সময়
সোনালী ভোরের কিচির মিচিরে
খুঁজে নিও আমায়
খুঁজে নিও বিকেলের লম্বা ছায়ে
দিগন্তের লাল আভায় ।
ঈশান কোণে জমলে মেঘ
প্রবল বেগের ঝড়ো হাওয়ায়
দুর্দন্ড বজ্র বিদ্যুতের ঝলকানিতে
খুঁজে নিও আমায়
খুঁজে নিও ডানা ভাঙ্গা পাখির চোখে
ঝরে পরা ছিন্নপত্রের জলকনায় ।
এই টুকুই রেখে গেলাম বন্ধু
কুড়িয়ে দিও ঠাঁই এক কোণায়
অনাহারে ক্লিষ্ট মানুষের মিছিলে
খুঁজে নিও আমায়
খুঁজে নিও সদ্যজাতকের লাশে
যেখানে আস্তাকুড়ে অবৈধ ভ্রূণ ঘুমায় ।
কিষান বুনে যেথায় ফসল
রোদে পুড়ে দু-মুঠো আহার যোগায়
কিষানীর বিনিদ্র রজনীর বুক চিরে
খুঁজে নিও আমায়
খুঁজে নিও নবান্নের হৈমন্তী সুখে
নীরব প্রতিবাদের আত্মহত্যায় ।
এই টুকুই রেখে গেলাম বন্ধু
এতেই স্মরণে রেখো আমায়
অচল পয়সার সমাহারে
খুঁজে নিও আমায়
খুঁজে নিও উইয়ের ঢিপিতে
বিবর্জিত মলাটের পাতায় ।
ভীষণ কালো আঁধার নেমে
আসবে যেদিন এই রঙিন ধরায়
বেঁচে থাকার আর্তি হাহাকারের ভিড়ে
খুঁজে নিও আমায়
খুঁজে নিও প্রশান্তির স্তব্ধ নীড়ে
মহাকাশের আলোকবর্তিকায় ।