আমার সাথে সাথে ছিল যারা,
সবাই এখন দুরে
যে যার মতো যাযাবর,
কেউ বা গেছে মরে ;
আবার পথে পথে দেখা হয়,
হয়ত দেখে ঘুরে
কে কার বল রাখেন খবর,
সবাই ভয়ে মরে ।
এখন কেউ দেয় না স্যালুট,
হাসিও নেই মুখে
তবুও সবাই পরষ্পর,
সবাই আছি সুখে ;
তখন এমন হরিরলুট,
ছিলনা চারিদিকে
তদুপরি অল্প বিস্তর,
শান্তি ছিল বুকে ।
আবার যেদিন আসবে দিন,
সুখে দুঃখে মিলনে
হাসবো সবাই নিরন্তর,
ভাসবো কল্পলোকে ;
সেদিন 'কারার ঐ লৌহ কপাট',
ভেঙ্গে চুরে ভুবনে
আনবো শাসন রূপান্তর,
বাসবো স্বর্গলোকে ।
এখন যেমন চলছে চলুক
বলুক যে যা খুশী,
বাঘ নেই দেশে শেয়াল বাঘ
যৌবনে কাক উর্বশী ।