আমি এখন মৃত্যুপুরীর
কঠিন পাহাড়াদার
মরতে মরতে বেঁচে থাকা
শ্মশানযাত্রার ঠিকেদার ।
করছে খাঁ খাঁ রাজ্য জুড়ে
আতঙ্কের অসীম সীমানা,
কাক কয়েকটা করছে কাঁ কাঁ
ঝিঁ ঝিঁ পোকা ডাকছে একটানা ।
ইট পাথরের সাজানো বাগান
আমি একা জীর্ণ শীর্ণ
নিরন্ন নীরবে প্রতিদিন
আবেগ হৃদয় বিদীর্ণ ।
ভ্যাঁপসা গন্ধে বাতাস ভারী
চঞ্চলতা দিগন্তে বিলীন,
দিন দুপুরে শেয়াল ঘুরে
রাস্তাঘাট জনমানব হীন ।
দু-চার ঘন্টা বিদ্যুৎ
টিভিতে ঝুলানো নোটিশ
মৃত্যুর হিসেব কোটিতে দেখায়
কে কার রাখে হদিশ !
লকডাউন আছে, আছে দেশ
আছে সীমারেখা,
নেই শুধু রক্ষা করার কেউ
ভুগোল গনিত খামোখা ।
দু-চার কোটি করে
যে কজন আছে বিশ্বজুড়ে,
আরেকটা নতুন সভ্যতা হতে
আমরা অনেক অনেক দূরে ।
আমি এখন মৃত্যুপুরীর
কঠিন পাহাড়াদার,
মন্বন্তর মহামারীর
শেষ প্রতিনিধি, অতিমারীর জিম্বাদার ।
একা বেঁচে থাকার কল্পিত বিশ্বে
সঙ্গী আমার মৃত্যুর মিছিল
স্বজন হারার হাহাকার,
আমি এখন মৃত্যুপুরীর কঠিন পাহাড়াদার ।
(বিশ্বগ্রাসী মহামারী করোনার আতঙ্কে বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তি কিছু কিছু মানুষের খামখেয়ালীপনা দেখে অনেক সময় হেরে যায়, কল্পনায় পরিনতি ভেসে উঠে চোখের সামনে ; আমরা সবাই যেন আমাদের সচেতন দৃষ্টিভঙ্গী দিয়ে এই ভয়ঙ্কর করোনার বিরূদ্ধে যুদ্ধে জয়ী হতে পারি, আমার এই কল্পনা যেন বাস্তব না হয় সে জন্যেই প্রয়োজন আমাদের আরো বেশি সতর্কতা , সাবধানতা ও সচেতনতা )