আমি চাই একটা আকর্ষণ,
ঔজ্জল্য বর্ণচ্ছটার বিচ্ছুরণে উদ্ভাসিত
দিব্য জ্যোতিতে মোহময় যেমন;
আমি চাই একটা আকর্ষণ,
শব্দের রন্ধ্রে রন্ধ্রে বাঙ্ময় বিভাসিত
যুগান্তকারী কাব্যের মতন ;
আমি চাই একটা আকর্ষণ,
তিমিরান্তের আলোকস্পর্শে উল্লাসিত
কূজন মত্ত বিহগ মতন ;
আমি চাই একটা আকর্ষণ,
যুগপুরুষের অলৌকিক লীলায়িত
জীবনশৈলীসম অবলোকন ;
ছন্দে গন্ধে ধর্মে বর্ণে
চলনে বলনে মননে সৃজনে
আমার চাওয়া এ' আকর্ষণ ;
ক্ষনিকে অদৃশ্য আবার ক্ষ্ণিকে দৃশ্যমান
বেঁচে থাকুক মরীচিকায়
বেঁচে থাকুক কালাকাল ।