বর্ষা শেষের এই শরতেও
রোজ রাতেই বৃষ্টি নামে,
আমার উঠোন ভিজে না আর
কাকের বাসাটা বাঁচে না ।
হাস্নাহেনার বৈদিক নিয়ম
মাদকতার ক্লান্তি ঝরায়,
উদর থেকে কথা কুণ্ডলী
নালী বেঁয়ে কন্ঠে এসে থেমে যায়,
মৃত্যুর ডায়েরী খুঁজে
হেলমেটে ঢাকা অচেনা মুখ,
কখনো সখনো আকাশ সাদা হয়
ব্রেসলেট বাহিনীর নামাকরণে ।
আচমকা ঝড় আসে আমার বাড়ান্দায় আর
খড়কুটোতে গড়া কাকের বাসায়,
ভেঙ্গে চুরমার হয় আমাদের দুজনের
স্বপ্ন -আশা-স্বাদ-আহ্লাদ,
শখেদের বিসর্জন দিয়েছিলাম গতবার
কাড়ি কাড়ি নোট গোনে ।
কাকটা বলেছে, আগামী বর্ষায় মেঘ বেঁধে রাখবে
আমাদের উঠানে ;
ঈশানের আকাশ হাসে গোধূলি লগনে ।