আগামীকাল উঠবে আবার
নতুন সূর্য আকাশে,
ফূটবে আবার নতুন ফুল
গন্ধ নিয়ে বাতাসে ।
আবার কোন তিলোত্তমা
ডাক্তার হবে দেশে,
রোগীর সেবায় নিয়োগ প্রাণ
বাঁচবে ভালোবেসে ।
মরবে আবার তিলোত্তমা
খুন ধর্ষণ হবে,
জাগবে আবার কোলকাতা
বিচার পাবে কবে ?
রাতদখলের লড়াই হবে
মোমবাতি মিছিল হবে,
ধর্না অবস্থান হবে
প্রচুর লেখালেখি হবে,
মিডিয়ায় তর্জা হবে
রাজনীতির খেলা হবে
কূটনৈতিক ক্যাচাল হবে
দেশ জুড়ে সারা পরবে,
সাবলীল প্লেকার্ড হবে,
অনুনয় বিনয় হবে
লাল কালিতে আঁকা হবে,
প্রশাসনিক বল প্রয়োগ হবে ;

অতঃপর,
তিলোত্তমার আত্মা আসবে
ঢুকরে ঢুকরে কেঁদে মরবে,
বিচার চাই’এর পর্বে পর্বে
আদালতে বন্যা হবে ;
মিডিয়ায় রেনেসাঁ হবে
ভিডিওয় ভনিতা হবে
মা-বাবারা বাইট দেবে
“দোষীর কবে ফাঁসি হবে?”

একসময় এভাবেই
ঋতুর চক্রে উৎসব আসবে
আলোয় কোলকাতা ভাসবে
কারিগরদের কেরামতিতে
মণ্ডপে মা দুর্গা হাসবে ;
দলবেঁধে সব তিলোত্তমা
নতুন জামায় পূজো দেখবে ;
হাই ডেসিবল সাউন্ড বক্সে
হার্ড ধুকপুক গান বাজবে,
প্যান্ডেলে প্যান্ডেলে সবে
বাংলার মঙ্গল চাইবে,
পট পরিবর্তন চাইবে
বিসর্জনে মৃণ্ময়ীকে
গঙ্গায় ভাসাবে,
চিন্ময়ী তিলোত্তমার আত্মা
ততদিনে প্রেতাত্মা হবে,
বাংলা আবার আপন ছন্দে
উন্নয়নের লড়াই করবে ।