আকাশ জুড়ে নেইকো মেঘ
নেই কূয়াশার ঘনঘটা,
আস্ত একটা চাঁদ উঠেছে
তাই বুজি আজ পূর্ণিমা !
চারিদিকে কালোর মেলা
আঁধারের বিভীষিকা,
চাঁদ-তারা নেই আকাশে
তাই বুজি আজ অমানিশা !
উঠলে ফোলে নদীর জল
বাড়লে স্রোতধারা
জোয়ার আসে ; মজলে স্রোত
ঘুমুলে নদী, হয় তবে ভাটা !
সূর্য উঠে ধরার বুকে
আলোকোজ্জ্বল দিবা,
ডুবলে সূর্য রাত নামে
সবই প্রকৃতির খেলা !
আমার একটা জীবন আছে
আছে রাত্রি-দিবা,
জোয়ার ভাটা আসে তাতে
খবর রাখে কেবা !
এই জীবনে থাকলেও চাঁদ
হয়না হৃদে পূর্ণিমা,
আঁধার রাতেও হাজার বাতির
রোশনাই পায় আত্মা ।
এখানের প্রকৃতি একটু আলাদা,
দু-মুঠো ভাত দু-বেলা চায়
মনের শান্তি খোঁজে বেড়ায়
ভালবাসা-ন্যায়-আদর্শে পায় মর্যাদা ।