প্রতিদিনের নিহত সময়ের লাশের ভিড়ে
বেঁচে থাকা ক্ষত বিক্ষত কিছু সময়
জীবনের ত্রিকোণমিতির কোণায় কোণায়
রক্তের পরত জমায়
সূত্র ধরে হিসেব কষে
"জীবন ইন্টু (গুন) সময়  ইন্টু (গুন) রক্ত  ইন্টু (গুন)
লাশ  ইন্টু (গুন) ব্যর্থতা  ইন্টু (গুন)............"
অচেনা পথের থেমে থাকা বিকেল শেষ ভেবে নেচে মরি
প্রতিদিনের নিহত সময়ের হোক এবার আদম সুমারি ।
মাইক্রো সেকেন্ড সময় যদি তোমার বহতা নদীর বুকে
কোমাচ্ছন্ন থেকে থাকে ,
তবে জানবে তুমিও এ বিশ্বে গণ্য ।