জোছনা তুই অসময়ে পলাশ বনে যাস্ না
ফাগুন বসন্তে আগুন ঝরছে , ঝরুক না ;
শিমূল বাহার ডাকবে যদি মানুষখেকো নরপিশাচ
চৈতের খাঁ খাঁ রোদ্দুরে পুড়ে যদি , পুড়ুক না ।
জোছনা তুই অসময়ে,
ধরার বুকে শিশির মুখে ঘাসের ডগায় নামিস্ না
স্নিগ্ধ কোমল শুদ্ধ বিমল শরীর গুলো খেলছে যখন খেলুক না ;
আঁধার যদি, বয়সের বিভেদ ভোলা হিংস্র মত্ত দানব বধে
ধ্বংসলীলার এ যজ্ঞ যখন চলছে , আরো চলুক না ।
জোছনা তুই অসময়ে,
লাবনীর ঘরের দোরে উঁকি ঝুঁকি মারিস না
ভূমিকম্পের ধবংসস্তুপে টেথিস সাগর খুঁজিস না ;
বিফলা সুফলা'তে য-ফলা অযথা গোঁজে
হেরিক্যান-এর তীব্রতা কমাতে যাস না ।
জোছনা তুই অসময়ে পলাশ বনে যাস্ না
বান আসবে প্রান হাসবে ব্যাকুল ধীমান হবে উতলা ;
ঝরা কদম (ফুল ) ভাসছে জলে, ভাসুক না
জোছনা তুই অসময়ে চাঁদকে ছেড়ে আসিস না ।