ঈশ্বর তোমার দাম কতো বল ?
এখন আমার অনেক টাকা
অনেক জনবল,
সম্মান-সম্ভ্রম আর অহমিকা অতল ।
তোমায় বিশ্বাস করি না বলতে বলতে
একটা অদৃশ্য প্রতিযোগীতা চলছিল বটে ;
এবারকার বয়েসের হিসেব কষে দেখেছি
অনেক কিছুতেই আমি আছি এগিয়ে, তাই
আমি তোমায় কিনতে চাই ।
নাহ্ , আমি কিন্তু ঐ দু-চার টাকার ধুপ-বাতাসা দেব না
প্রার্থনায় বসতে পারবো না,
আবার আগের মতো নাম কিনতে
লোক দেখানো কাড়ি কাড়ি নোটও দেব না ;
সারল্য ! চেও না আমার কাছে, কেননা
ঐটুকু রেখে এসেছি ছোট বেলার কাছে ;
উদ্দাম উদ্দীপনা ! সে-ও বিকিয়ে এসেছি
যৌবনের দরবারে ;
এবেলা আছে শুধু, হতাশা আর স্মৃতিকণা
বড়জোড় দিতে পারি ভেঙ্গে যাওয়া দেহটা ;
কেননা, আমি যে এখন দিনে দিনে হেরে যাচ্ছি
তোমার কাছে অথবা আমার কাছে-ই ;
এখানেই উপলব্ধি,'কিনতে হবে তোমাকে' ।
ঈশ্বর তোমার দাম কতো বল ?
আমি কিনতে চাই তোমাকে ।