দিদি তুমি আরেক বার 'ভাই' বলে ডাকো
আরেক বার কবিতায় একটা মন্তব্য লেখো,
শাসন করো কবিতায় স্নেহ ঝরাও মায়ায়
মন খুলে প্রান ভরে 'ভাই' বলে ডাকো ।
বলছিলাম, রীনা দি'র কথা
ডাক নাম হাসি যার, তাঁর কথা
আমাদের আসরের মৈত্রেয়ী কবি'র কথা ;
যিঁনি তার পাতায় প্রায় দ্বি-সহস্র কবিতায়
বিলিয়ে গেছেন প্রেম দিয়ে গেছেন স্মৃতি কথা ।
এই এক কবি যাঁর নেই কোন শত্রু
এই এক কবি যাঁর নেই কোন অভিমান,
এই এক কবি যিঁনি সকলের প্রিয়
এই এক কবি যিঁনি নিজেই একটা অভিধান ।
জানি জানি, মৃত্যু দোলা দেয় না কবি মনে
এপাড়-ওপাড় বলে কিছু হয় না সৃষ্টির সম্ভারে,
তবুও আজ যাঁকে হারিয়েছি পার্থিব সংসারে
ফিরে কি পাবো আর ! লিখবে কি আর আসরে !