একটা স্বদেশ, বাসীর কাছে ভীষন প্রিয় দেশ
               বার বার হয় স্বাধীন শুধু
               স্বাধীনতার পায় না মধু
রক্তে ভেজা কেতন উড়ায়, ছড়ায় জাতির শ্লেষ
বুকের মধ্যে জ্বলে কেবল পরাধীনতার ক্লেশ ।

সেই দেশটা মুক্তি খুঁজে ইংরেজ তাড়ায় ৪৭'এ
              আন্দোলনের বীজ বুনে
              রাজপথ থেকে গৃহকোণে
মাতৃভাষার অধিকার চায় প্রতিষ্ঠা পায় ৫২'তে
আবার স্বাধীন হয় দেশটা,'বাংলাদেশ' ৭১'এ ।

দেশটা যখন দিনে দিনে সৃষ্টি, কৃষ্টি, ব্যবহারে
            শীর্ষে হোক বা অন্তরে
            ঠাঁই পেয়েছে বিশ্বস্তরে
এমন সময় জেগে উঠে জাতের লড়াই ভাত ছেড়ে
ধীরে ধীরে অবক্ষয় বাড়লো দেশের অভ্যন্তরে ।

শাসক দেখতে খুবই সুন্দর দেশ প্রেমিক জাত নিরপেক্ষ
               আকাশ জুড়ে ধীরে ধীরে
               কালো মেঘ গাঢ় করে  
স্বৈরাচারীর তকমা গায়ে এগিয়ে যাচ্ছে স্থির লক্ষ্য
উন্নয়নের সিঁড়ি বেয়ে নেমে আসলো কৃষ্ণপক্ষ ।

আবার দেশে ভালোবেসে জেগে উঠলো ছাত্রদল
                সংস্কার চাই বিচার চাই
                শ্লোগানে দেশ পেল ন্যায়,
আবার দেশ স্বাধীন হল রক্তে রাঙা চোখের জল
স্বাধীনতা দিচ্ছে এখন রাজপথে আম জনতার ঢল ।  

এদেশ আমার এদেশ তোমার এদেশ সবার সম্পত্তি
               তত্ত্বাবধায়কের আশ্বাস
                বিস্মৃত হয়ে সন্ত্রাস
পুবাকাশে উঠবে সূর্য ভরবে গোলা বাড়বে সম্প্রীতি
নতুন দেশে থাকবে শুধু দুর্নীতি হীন অবাধ অগ্রগতি ।