মাথাফাটা রোধির ধারা ঘন চুলের আল বেয়ে
ঘাড় হয়ে মেরুদন্ড ধরে স্মৃতিরেখা এঁকে রেখে
একটা উষ্ণ পরশ দিয়ে যেমন নেমে যায় পাতালের ঠিকানায়,
সোনালী রোদের ছোঁয়ায় বরফ গলে পাহাড়ের চূড়ায়
আঁকা বাঁকা পথ ধরে শেকড়ের ফাকে ফাকে পাহাড়ের গায়
নেমে আসে ছবি এঁকে নদীর চিহ্ন রেখে সটান মোহনায় ।
কত কথা লিখে নদী কত গান গায়
ধ্বংস সৃষ্টির লীলা শিরায় শিরায়,
তবু যেন পথ চলা কভু না ফুরায় ।
কোন একদিন বুক ফাটা আর্তনাদের চিৎকার
লাভা হয়ে উগলায় আগ্নেয়গিরির নৈরাকার
কান পেতে শোন ঐ বাজিছে ধামামা-ধ্বংসের হুঙ্কার ।