হেমন্ত এসে গেছে
খেজুরের গাছে গাছে,
শিশির নেমে গেছে
সোনালী রোদের কাছে,
হিমেল বাতাস ছুটে
কূয়াশার পাছে পাছে
ছাতিম তলায় উদোম গায়ে পৌষালী নাচে ।
শিউলীর ঘ্রাণে ভরা
উঠোনের এক পাশে,
পোয়াতি ধানের গরা
কৃষকের সুখ হাসে,
ঢেঁকি গোড়ায় গোড়ায়
নবান্নের গন্ধ ভাসে
এভাবেই গ্রাম বাংলা হেমন্তে সেজে উঠে ।