আকাশের গা বেয়ে রক্ত ঝরে
সীমান্তের ওপাড়ে,
প্রহরী মায়ের আঁচল ভেজা
লীনতাপ বা সৌরতাপ
বিস্মৃত আঁধার শবাগারে ।
গতকাল বসন্তের শেষ রাত ছিল
ফেইসবুকের মেমোরীতে ঘন ঘন শেয়ার
মাদল বাজে টং ঘরে
পলাশ বনে জোয়ার ।
বিবর্ণ রাধাচূরার ঘোমটা দেখে মেঘবালিকা
আকাশে ডানা মেলে ,
হাতছানি দেয় আমাকে ও তাকে
নীল সাগরের অববাহিকা ।