নিউ ইয়ার নিঊ ইয়ার
হ্যাপী হ্যাপী নিউ ইয়ার,
ধুম পরেছে চারিদিকে
রাতের জোলাবাতি খাওয়ার ।
হৈ হট্টগোল ভীষন গুল
বাংলা-হিন্দি গানের বোল,
তা-ধিন তা-ধিন নাচছে সবাই
তর্ক আড্ডায় মশগুল ।
নিউ ইয়ার নিঊ ইয়ার
হ্যাপী হ্যাপী নিঊ ইয়ার,
আগে ছিল কার্ড এখন
ভার্চ্যুয়াল ম্যাসেঞ্জার ।
হোয়াটস অ্যাপে ষ্টিকার (পাঠায়)
ফেইসবুকে পোষ্ট পোষ্টার,
ইনষ্টাগ্রামে রিল করে
ইউটিউবে 'মেকার ।
নিউ ইয়ার নিঊ ইয়ার
হ্যাপী হ্যাপী নিঊ ইয়ার,
বাঙ্গালীরা বাংলা ছেড়ে
ইংলিশ নিয়ে খাটছে বেকার ।
পিঠে পুলির পৌষ পার্বন
পুরান রীতি পুরান ধরন,
আপডেটেড ওভার ষ্মার্ট
বাংলা মায়ের শ্যামলা বরণ ।