নিজেকে বললে কবি বলবে সবাই
আমি বাজাই নিজেই সানাই
নিজের বিয়ের ঢক্কানিনাদ,
অথচ না বললেও আবার
প্রতিষ্ঠা পাবার নেই তো জোগাড়
ঘরেই থাকবে কবিতা সব, শখের কবি।
কি যে করি ভাবতে ভাবতেই
কিছু গোপন কিছু প্রকাশ,
এমনি করেই চলছে জীবন
না কবি, না কলম্বাস।
অবসরে মন থাকলে ভাল
কয়েক ঘন্টায় কৃত্তিবাস,
অভাব এলে পালায় লেখা
কাব্যিকতায় সসর্বনাশ।