ঝরে গেছে শেষ পাতাটা
ঝোড়ো হাওয়ায় গতকাল,
গাছটা এখন ন্যাড়া মাথায়
গোনছে রোজ হিম সকাল।
শেষ কবে যে পাতার সাথে
হয়েছিল তার কথা,
নেই তো মনে স্নিগ্ধ প্রাতে
ভ্রুক্ষেপ অযথা।
ক'দিন পরেই বসন্ত কাল
হাসবে কঁচি পাতা,
সবুজের সমারোহে লাল
সূর্য দেবে দেখা।
মেঘের দেশের রোদটা যেমন
আড়াল থেকে হাসে,
বসন্তের পলাশ বন তেমন
স্বপ্নিল চোখে ভাসে।