কথার কথা বললে শুধু অনেক কথাই বলা যায়
এই যেমন,
            'ভালবাসলে তুমি, চাঁদ এনে দেব ধরায়',
মনোবাসনা করলে প্রকাশ অনেক ভাবেই করা যায়
এই যেমন,
            'তোমার ইচ্ছ্‌ প্রকাশিত হোক আমায়',
রাগের ভাষা শোনতে গেলে অনেক কিছুই শোনা যায়
এই যেমন,
            'আজ তোকে মেরেই ফেলবো, দেখবো কে বাঁচায়',
হাটার জন্য হাটলে শুধু অনেক দূরে যাওয়া যায়
এই যেমন,
            'পেডোমিটারে সাত দিনে মহাদেশ পাড়ি দেওয়া যায়',
দেখার জন্য দেখলে শুধু স্বপ্নেও অনেক দেখা যায়
এই যেমন,
            'রোজ রাত্তিরে ঘুমের মধ্যে দেশের রাজা হওয়া যায়',
সুস্থ থাকতে খেলে শুধু অনেক কিছুই খাওয়া যায়
এই যেমন,
            'কাঁচা সব্জি, তেঁতো ফল, কেঁচোর তেল পাওয়া যায়',
বাঁচার জন্য বেঁচে থাকলে কিন্তু অনেক কিছুই করা যায়
এই যেমন,
            "অঘুম, অনহারে কিংবা নির্বাক হয়েও থাকা যায়’,  
লিখব বলে লিখে দিলে অনেক কিছুই লেখা যায়
এই যেমন,
            'এই কথাগুলো দিয়েও একটা কবিতা পোষ্ট করা যায়"।