এমন করলে কেমন হয়
ভেবে ব্লুন দেখি !
মোবাইল ফোনে যদি হয়
এমন ডিভাইস একটি,
জৈবিক ভাবে নাবালক
হাতে নিলেই মোবাইল,
বন্ধ হবে সকাল সন্ধ্যা
কালো দেখাবে প্রোফাইল !
এমনও কিন্তু হতে পারে
যদি করা যায়,
একটা চিপ মাথার মধ্যে
সেট করা যায়,
চ্যাট জিপিটির সব উত্তর
ভাবলেই লিখতে পারবে,
জেনেও না লিখলে খাতায়
ডিভাইসটা মারবে !