আজকে যেমন চারিদিকে শুধু
বিরাজিত ঘুটঘুটে অন্ধকার,
গতকাল যেমন ছিলোনা এমন
আগামীকালও থাকবে না আর।
তবু্ও জীবন নিস্পৃহ যখন
আতঙ্কের চিলেকোঠায়,
আলেয়ার বাড়িঘরে
দড়জা জানালা ঠ্যালে
অযথা সমাবেশের দিন বদলায়।
নদীবক্ষের অবিরাম স্রোত
সময়ের বেড়াজাল কি অদ্ভুত!
পিছু ফিরে তাকাতে দেয় না।
জীবন থেমে থাকে না মৃত্যুর বিজ্ঞাপনে
অতিষ্ঠ জাতক বিরক্ত যতোই বৃশ্চিক দংশনে।