আমিতো হারিয়ে গেছি অনেক দিন আগেই
দিগন্তের ওপাড়ে সিঁদুরের নীড়ে,
এখন যেমন হিজল তলা নীরব থাকে বর্ষাতে
যেমন পাখির কাকলি বন্দী মোবাইল অডিওতে,
আমিতো হারিয়ে গেছি সেই দশকের শুরুতেই
যেখান থেকে শুরু প্রেম ভার্চুয়াল আবর্তে ;
যেদিন কলা গাছের ভেলা হয়ে গেছে সেকেলে
যেদিন মেলা কলুষিত শ্লীল অশ্লীলের শেকলে
সেদিন থেকেই আমি হারিয়ে গেছি
গ্রামের বর্ষার অনিন্দ্য প্রবন্ধে,
বিন্ধ্য পর্বত মালার অলিন্দে অলিন্দে,
বেঁচে থেকে ধুঁকছে শুধু দেহখানা
ক্ষত নিয়ে জ্বলছে কেবল নিশানা...
বিলীন হবে এবার শুধু অস্তিত্ব
যেমন কোলকাতার ট্রাম,
ডোরাকাটা হায়েনা, ধূসর নেকড়ে
নীলগাই, বনগরু , ডোডো পাখি ইত্যাদি ।
আমাদের লাইন বড় হোক
কবিতার ছন্দের মতো
অথবা ছাপানো নোটের সোঁদা গন্ধের মতো ।
বেঁচে থাক বিবর্তন
রাজা, জমিদার কিংবা মহাজন
বেঁচে থাক শাসন বেঁচে থাক শোষণ
যেন হরিনাম সংকীর্ত্তন,
যুগ যুগান্তর জুড়ে সুবাসিত ফুলের মতো ।