কুণ্ডু বাবু লেখেন ভালো
লেখেন পরোক্ষে,
হাজার কথা বলে দেন
এক কথার বাক্যে ।
সমাজ নিয়ে ভাবেন যত
লিখেন তার কম,
দায়ভার নিজ কাঁধে নিয়ে
ডেকে আনেন যম ।
দেশের কথা বিশ্বের কথা
সব কলমে আসে,
দেয় সমাধান নেয় ব্যাথা
অন্তর্যামী হাসে ।
কুণ্ডু বাবুর অসুস্থতা
বাড়ছে দিনে দিনে,
বোবা কালা বধিরতা
এবং জর্জরিত ঋণে ।
এখন সমাজ সুস্থ পুরো
নেই কোন অবক্ষয়,
দেশের মানুষ দম্ভে বড়ো
দুর্জ্জনের জয় ।
কুণ্ডু বাবুর খাতার পাতা
কুচকে আছে ভয়ে,
খাতা যেন ন্যাড়া মাথা
বসন্তের আবহে ।