সহজ কথা কঠিন করে বলতে পারি না যে !
সোজা কথার বাঁকা পথ ধরি না তো লাজে,
তেতো কথায় মিষ্টি দেওয়ার ধম্ম আমার নয়
গভীর থেকে তোলে আনাও আমার কম্ম নয় ।
নিখুঁত ছন্দ দেখলেই লাফিয়ে উঠে মন
অথচ হাজার চেষ্টায়ও হয় না এমন ,
কল্পনার রং বাহারে মুগ্ধ হয়ে নিই কলম
বাস্তবতার বাইড়ে (আমার) লেখা হয় না এক কলম ।
সারি সারি রাশি রাশি কবি নামের তালিকা
আহা মরি ! খুঁজে ফিরি মিলে না আল-টপকা,
সাহিত্য মহাসিন্ধু তীরে লভিতে জনম পিপীলিকা
রোজ করি খুন রাহাজানি সময়ের প্রহেলিকা ।
প্রিয়তমা বেলকনিটা নীরব দাঁড়ায়ে হাসে
প্রতিদিনের বিকেলটা আদর সোহাগে ভাসে
অথচ দুটো লাইন উৎসর্গে নেই তার ভাগ্যে
বসন্তে কবিতা লেখে নিজে সময়ের হুজোগে ।