দিন বদলের ডাক শোনে ভাই পথে নেমে দেখি
উল্টো বদল খাচ্ছে গিলে দেশের অলি গলি,
ব্যঙেরা সব খাচ্ছে সাপ, গরু খাচ্ছে শকুন
জীব জন্তুর রাজা এখন মাথার ছোট্ট উকুন ।
বদল বদলার মারকাটারি রুদ্ধশ্বাসে বাসী
ভাল মন্দের ফারাক খোঁজে মানিকতলার মাসী,
দিন যাপনের খেরো খাতা পোঁটলা বাধার পত্তর
চোখ থাকতে অন্ধ সাজা-ই ভালো থাকার মন্তর ।
আকাশ গিলে খাচ্ছে সুখ, পয়সা - কড়ি - ব্যথা
বাতাসে যাচ্ছে মিশে প্রেম - প্রীতির কথা ,
আঁধার পথের আঁধার এখন আরো ঘার কালো
সকালের স্বপ্ন দেখা পাখিদের যা' ভালো ।।