এই পৃথিবী নরম খুবই
কাঁদা মাটির মত,
ঠান্ডা হাওয়ার পরশ পেলে
হয়ে যায় শক্ত ।
ক্ষুদ্র অতি তুচ্ছ নয়
পাহাড় মানেই নয় ভীষন,
নূড়িতেই হোঁচট খায়
সমতলের গমনাগমন ।
ত্যাজ্য বিত্ত শূণ্য হলেও
শেষ যাত্রা অভিন্ন,
পূণ্য কর্মের শেষ যাত্রায়
হবেই হবে ধন্য ধন্য ।
নিম তিতায় স্বমহিমায়
ঔষধি নাম পায়,
মাকাল ফল রূপবন্যায়
কটুক্তির স্থান পায় ।