যতো কিছু দেখি ততো কিছু শিখি
কিছু  মনে রাখি  কিছু  কিছু লিখি
        জীবনের যানজট
        তদুপরি সংকট
বসে মুখোমুখি খোলে যায় আঁখি ।

কতো কিছু ভাবি কতো কতো দাবী
সব অনু-ভাবী   নশ্বর স্বভাবী
         নিরপেক্ষ অকপট
         বড়ো অকটবিকট
পেলাম না চাবি থাকে অভাব-ই  ।