শুভ দিনের শুভ চিন্তা
অনেক আসে মনে,
ভাইয়ের মঙ্গল চাই তো
রাখী দেবে বোনে !
যম দুয়ারে দিতে কাঁটা
চাই বোনের ফোটা !
জামাই'য়ের কল্যাণ পূজায়
শাশুড়ী মায়ের ঝাঁটা !
পুরুষতান্ত্রিক সমাজ টার
মন্ত্রণা সব কার !
সব পূজোতেই মঙ্গল চাই,
শুধুই পুরূষ মানুষটার ।
নারী হবে সতী সাধ্বী
নারী সীতা লক্ষী,
পুরুষ হবে কংস রাবন
ধনে জনে সুখী ।
নারী মানেই লাঞ্ছিতা
কোমল কুমোদ ভোগ্যা,
পৌরুষ শব্দের জন্মদাতা
স্বয়ং পুরুষ প্রজ্ঞা ।
সব কিছুতেই খুঁজলে পাবে
গোবরের পদ্মফুল,
মিছেমিছির মিছিল মিটিং
পরিবর্তনের ত্রিশূল ।