যখন নিঝুম চারপাশ
দুপুরের রোদ হাঁসফাঁস,
আমার তখন সর্বনাশ
সামনে যুদ্ধ রূদ্ধশ্বাস ।
যখন রাতের তারা জ্বলে
আমার বিবেক কথা বলে,
খাতার পাতায় এলে বেলে
গড়ছি নগর তিলে তিলে ।
যখন ভোরের স্নিগ্ধ আলো
শুদ্ধ চিত্তে লাগে ভালো,
আমার তখন আলু থালু
ভাবনা ভাবায় স্বপ্ন গুলো ।
যখন বিকেল ক্লান্ত শ্রান্ত
আমার মনন ধীর শান্ত,
বৃষ্টি বাদল অবিশ্রান্ত
লক্ষ্যে অনড় দুর দিগন্ত ।