জেগে আছি যেমন নদী
বর্ষা কিংবা খরা,
ঘুমের ঘোরে ভালোবাসা
চাতক পাখির ছড়া ।